জাকির হোসেন জেলালের মৃত্যুর বিষয়টি বরিশালটাইমসকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার আপন ভাই সৈয়দ দুলাল নিশ্চিত করেন।
এর আগে করোনা আক্রান্ত জেলালকে গত শনিবার (২২ মে) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে বরিশাল থেকে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে কিছুদিন ধরে জেলাল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার সকালের দিকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়।
সেখানে তার বড় ভাই বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সার্বিক তদারকি করছিলেন। এবং তিনি ভাইয়ের জন্য বরিশালবাসীর কাছে দোয়া চেয়েছিলেন।
পেশায় ঠিকাদার হলেও স্থানীয়ভাবে তুমুল জনপ্রিয় জেলাল শহরের ১৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করে কয়েকবার কাউন্সিলর নির্বাচিত হন।