বরিশাল সিটি কর্পোরেশনের নন্দিত ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের চালিয়ে একটি গোষ্ঠী।
রোববার সন্ধ্যা রাতে অন্তত ৩০ থেকে ৪০ জন ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। এই অপপ্রচারকারীদের মধ্যে বেশ কয়েক জনকে শনাক্ত করে কোতয়ালি মডেল থানা পুলিশে অভিযোগ করেছেন ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার।
সোমবার দুপুরে থানায় অভিযোগটি করেন তিনি। অভিযোগে কাউন্সিলর উল্লেখ করেন, পারভেজ সিকদার, কাজী মারুফ হাসান টিটু, মাসুদ রানা, আরিফিন সুমনসহ অন্তত ৪ জন ধারাবাহিক ভাবে তার বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর লেখা ছবি সহকারে পোস্ট করে। এতে তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
অভিযোগ গ্রহণের বিষয়টি স্বিকার করে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানিয়েছেন, অপপ্রচারে জড়িতদের তথ্য-উপাত্ত্ব খোঁজা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।