বরগুনা পাথরঘাটায় দুই কেজি দুইশ গ্রাম গাঁজাসহ আটক-১
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
পাথরঘাটা প্রতিনিধিঃ
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাইনতলা এলাকা থেকে ২ কেজি দুইশ গ্রাম গাঁজাসহ একজন আটক।
১৮ জানুয়ারী রোজ বুধবার রাত সাড়ে দশ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টেশান কমান্ডার লেঃ শাফায়েত আবরার এর নেতৃত্বে অভিযান পরিচলনা করে জাকির হোসেন (৪০) নামে একজন গাঁজাসহ আটক করা হয়।
ঘটনাস্থলে পাথরঘাটা উপজেলা নাচনা পাড়া ইউনিয়ন বাইনতলা (পাথরঘাটা – ঢাকা) মহাসড়ক থেকে রাত সাড়ে ১০ টার দিকে বিসিজি স্টেশান পাথরঘাটা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচলনা করছিল এমন সময় গোপন সংবাদ পেয়ে সেখানে গিয়ে জাকির কে আটক করে পাথরঘাটা কোস্টগার্ড।
উক্ত মাদক ব্যাবসায়ী মোঃ জাকির হোসেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাধীন গুদিঘাটা ইউনিয়ন এর উত্তর মিটাখালি গ্রামের বাসিন্দা মৃত মোঃ ইঙ্গুল ডাক্তার এর ছেলে।
পরবর্তীতে কোস্ট গার্ড বাদি হয়ে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয।
পাথরঘাটা থানায় যোগাযোগ করা হলে থানা ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার সত্যতা স্বীকার করে বলেন, মাদক ব্যবসায়ীকে কোষ্টগার্ড বাদী হয়ে মামলা করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।