বরগুনায় এনসিটিএফ আর আয়জনে আমরা শিশুরা কেমন আছি শীর্ষক ডায়লগ সেশন
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২২, ৮:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
মোঃ খাইরুল ইসলাম মুন্না
“গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এমন স্লোগানে উজ্জীবিত হয়ে আমরা শিশুরা কেমন আছি? বরগুনায় করোনাকালীন সময়ে শিশু অধিকার পরিস্থিতি, শিক্ষা এবং বাল্যবিবাহ শীর্ষক ডায়লগ শেসন অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল চিল্ড্রেন্স’স ট্রাস্কফোর্স (এনসিটিএফ)’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শনিবার (৮ অক্টোবর) এ ডায়লগ সেশনে অনুষ্ঠিত হয়।
এই ডায়লগ সেশনে শিশু অধিকার পরিস্থিতি, শিক্ষা এবং বাল্যবিবাহ নিয়ে উপস্থিত শিশুরা আমন্ত্রিত অতিথিদের প্রশ্ন করলে এর সুবিবেচিত এবং সুন্দর পরিপাটি উত্তর প্রদান করেন।
এ ডায়লগ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি।
বরগুনা এনসিটিএফ এর সভাপতি রাইমু জামানের সভাপতিত্বে ও ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর জেলা ভলান্টিয়ার জাহিদ হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সকল শিশুদের শিশু কাকা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, শিশু প্রিয় ও শিশু বান্ধব বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ।
এ সময় এনসিটিএফ এর সদস্য, অভিভাবক ও সদর উপজেলা ভলান্টিয়ার সজিব হোসেন উপস্থিত ছিলেন।