সোমবার ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ



বদলে যাচ্ছে পুলিশের মাঠ প্রশাসন
প্রকাশ: ৪ আগস্ট, ২০২২, ১০:০৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বদলে যাচ্ছে পুলিশের মাঠ প্রশাসন

বিশেষ প্রতিনিধি :

বদলে যাচ্ছে পুলিশের মাঠ প্রশাসন। গতকাল বুধবার এক প্রজ্ঞাপনে ৪০ জেলার পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে। দেশের ইতিহাসে একসঙ্গে এতসংখ্যক জেলার এসপি পদে নতুন মুখ আসার ঘটনা এই প্রথম। রাষ্ট্রপতির আদেশক্রমে  বুধবার জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশে বদলি ও পদায়ন করা হয়। নতুন এসপিদের মধ্যে ৮ জন বিসিএস ২৭ ব্যাচের কর্মকর্তা, ২৩ জন ২৫ ব্যাচের ও ৯ জন ২৪ ব্যাচের। এই প্রথম ২৭ ব্যাচের কর্মকর্তারা জেলায় পুলিশ সুপার হলেন।

নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীকে পাবনা জেলায়, গাজীপুরের এস এম শফিউল্লাহকে চট্টগ্রামে, মাদারীপুরের গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জে, ফেনীর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সিলেটে, জয়পুরহাটের মাছুম আহাম্মদ ভূঞাকে ময়মনসিংহে, ডিএমপির সাইফুল হককে শরীয়তপুরে, কেএমপির মোহাম্মদ এহসান শাহকে সুনামগঞ্জে বদলি করা হয়েছে।

লালমনিরহাটের ইন সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে মো. মাহফুজ্জামান আশরাফকে লক্ষ্মীপুরে, ডিএমপির মোহাম্মদ আশিকুর রহমানকে ঝিনাইদহে, এপিবিএনের সাদিরা খাতুনকে নড়াইলে, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আব্দুল্লাহ আল মামুনকে চুয়াডাঙ্গায়, পুলিশ সদরদপ্তর থেকে আরিফুর রহমান মণ্ডলকে সিরাজগঞ্জ, এসবির কাজী মনিরুজ্জামানকে সাতক্ষীরা, ডিএমপির শাহ ইফতেখার আহমেদকে দিনাজপুরে, পুলিশ সদরদপ্তরের মীর আবু তৌহিদকে রাঙামাটি, পুলিশ টেলিকমের মোহাম্মদ সাইফুল ইসলামকে লালমনিরহাট, এসবির রাশিদুল হককে নওগাঁয়, ডিএমপির মো. মাহফুজুল ইসলামকে কক্সবাজার, এসবির ফয়েজ আহমেদকে নেত্রকোনার পুলিশ সুপার করা হয়েছে।

ডিএমপির ওয়াহিদুল ইসলামকে বরিশালে, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের আব্দুল মান্নানকে কুমিল্লায়, ডিএমপির উত্তরা বিভাগের ডিসি কাজী শফিকুল আলমকে গাজীপুরে, ডিএমপির সাইদুল ইসলামকে পটুয়াখালী, পুলিশ সদরদপ্তরের মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে মুন্সীগঞ্জ, পুলিশ সদরদপ্তরের মো. কামরুজ্জামানকে শেরপুর, জিএমপির মোহাম্মদ নুরে আলমকে জয়পুরহাট, জিএমপির জাকির হাসানকে ফেনী, ডিএমপির গুলশান বিভাগের ডিসি মো. আসাদুজ্জামানকে ঢাকার এসপি, কক্সবাজার এপিবিএনের

মো. তারিকুল ইসলামকে বান্দরবান, এসবির আবদুস ছালামকে বরগুনা, দিনাজপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. শাহজাহানকে ফরিদপুর, কক্সবাজার এপিবিএনের মো. নাইমুল হককে খাগড়াছড়িতে, পুলিশ সদরদপ্তরের মোহাম্মদ রাসেল শেখকে কিশোরগঞ্জ, পুলিশ সদরদপ্তরের মাসুদ আলমকে মাদারীপুর, র‌্যাবের আল আসাদ মো. মাহফুজুল ইসলামকে কুড়িগ্রামের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এস এম সিরাজুল হুদাকে পঞ্চগড়, শিল্প পুলিশের মো. মশিউদ্দৌলা রেজাকে মাগুরা, চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে ঝালকাঠি, নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নীলফামারী ও শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের মো. সাইফুর রহমানকে নাটোরে বদলি ও পদায়ন করা হয়েছে। তাঁরা আগেই পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেও এবার তাঁদের পদায়ন করা হয়।

এ ছাড়া গতকাল আরেকটি পৃথক আদেশে পুলিশ সুপার পদমর্যাদার আরও ১০ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীকে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সে, বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিককে রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সে, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম মহানগর পুলিশে, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে সিআইডিতে, বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতারকে এসবিতে, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীকে এসবিতে, খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজকে পুলিশ সদরদপ্তরে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামকে সিআইডিতে ও মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেনকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া