রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ



প্রেমের টানে বরিশালে আসা ভারতীয় যুবকের মৃত্যু
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২২, ৭:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেমের টানে বরিশালে আসা ভারতীয় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :

নিহত ভারতীয় নাগরিক জাভেদ খান। ছবি-সংগৃহীত
নিহত ভারতীয় নাগরিক জাভেদ খান। ছবি-সংগৃহীত

বরিশালে প্রেমিকার সঙ্গে দেখা করতে আসার দুই দিন পর মারা গেছেন ভারতীয় এক যুবক। সোমবার তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার ভোররাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।

পাসপোর্ট থেকে পাওয়া তথ্যানুযায়ী, ওই যুবকের নাম জাভেদ খান (২৯)। তিনি ভারতের উত্তর প্রদেশের হাসানপুরের বাসিন্দা।

জাভেদ খানের প্রেমিকা বরিশাল নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা ফাতেমা তুজ-জোহরা খুশি বলেন, সোমবার রাতে বুকের ব্যথা নিয়ে জাভেদ শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ ভোর রাতে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। অসুস্থ হয়ে পড়ার খবর জাভেদের পরিবারকে জানিয়েছি। মৃত্যুর খবরও জানানো হয়েছে।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর দুপুর থেকে জাভেদ শেবাচিম হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন।

গত ৯ অক্টোবর বরিশালে এসে নগরীর কাটপট্টি সড়কের হোটেল এ্যাথেনার একটি কক্ষে ওঠেন জাভেদ খান। ওই হোটেলের অভ্যর্থনাকারী মো. সাব্বির জানান, জাভেদ খান নামে ভারতীয় ওই নাগরিক ৯ অক্টোবর সকাল ৭টার দিকে হোটেলের ৪১০ নম্বর কক্ষে ওঠেন। বন্ধু পরিচয় দিয়ে এক তরুণী হোটেল কক্ষে তার (জাভেদ) সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলেন, ১০ অক্টোবর বিকেলে তিনি হোটেলের কক্ষটি ছেড়ে দেন। বুধবার সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি তিনি মারা গেছেন।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বুধবার সন্ধ্যায় বলেন, ভারতীয় নাগরিক জাভেদ খান ৯ অক্টোবর সকালে বরিশালে আসেন। ১০ অক্টোবর অসুস্থ্য হয়ে তিনি শেবাচিম হাসপাতালে ভর্তি হন। বুধবার ভোর রাত ৪টার দিকে শেবাচিম থেকে ঢাকায় নেওয়ার পথে জাভেদ খান মারা যান। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে জাভেদ খানের মরদেহ শেবাচিম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ভারতীয় দূতাবাসের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হবে। বিষয়টির তদন্ত চলছে।

শেবাচিম হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. রিফাতুল হায়দার বলেন, জাভেদ খানের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: [email protected]

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া