মামুনুর রশীদ নোমানী :
বন্যাপরবর্তী পুনর্বাসন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দিতে হবে এই দাবিতে ‘এ্যাকশনএইড বাংলাদশ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) ও প্রান্তজন’ ৩০ জুলাই, শনিবার সকাল ১০ টায় অশ্বিনী কুমার টাউন হলের সামন মানব বন্ধন করছ। মানব বন্ধনে বক্তারা বলেন চলতি বছরের সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রাম, লালমনিরহাট, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর,ব্রাম্মনবাড়িয়া, টাঙ্গাইল, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন জেলার কৃষি ব্যাপকভাব ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকারি হিসাব মতে, এসব জেলাগুলোতে বন্যায় ১ লাখ ১২ হাজার ৫৫ হেক্টর ফসলী জমি আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েক লাখ কৃষক। সরকার গৃহিত পুনর্বাসন কার্যক্রম সবার আগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।
ক্যাব এর প্রতিনিধি রনজিত দত্ত এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রান এর নির্বাহী পরিচালক মাঃ রফিকুল আলম, র্যাক এর নির্বাহী পরিচালক মজিবর রহমান খান, ম্যাপ এর নিবাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, আরাহী এর নির্বাহী পরিচালক এ.টি.এম খোরশদ আলম, এন ভি এস এর নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, সমাজ সেবক মশিউর রহমান বাবু সহ কৃষক প্রতিনিধি, নারী কৃষকদের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের উনয়ন কর্মী ও সাংবাদিকবৃন্দ ।