প্রকাশিত সংবাদের প্রতিবাদ
_____________________
এই মর্মে মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতেছি যে, আমি গত ১৮ জুন/২০২৩ ইং তারিখ ইউনিয়ন পরিষদ থেকে ৮৩ টি বিজিএফ চালের সিলিপ গ্রহন করিয়া ঐদিন ও পরের দিন সকাল ১০ ঘটিকার মধ্যে আমার সংশ্লিষ্ট ১,২ ও ৩ নং ওয়ার্ডের দারিদ্র মানুষের মধ্যে ৮৩ টি সিলিপ বিতরণ করে দেই।
পরবর্তীতে ৮৩ জনকে-ই চাল বিতরণের পর পরিষদ কর্তৃপক্ষ বিভিন্ন জনকে জানায় মরিয়মের সীলযুক্ত ০৩ টি স্কান করা সিলিপ পাওয়া গিয়াছে। আমি এবিষয়ে কোন কর্নপাত করেনি।
উল্লেখ থাকে যে, আমাকে সিলিপ দেওয়া হয়েছে ৮৩ টি আর চালও দেয়া হয়েছে ৮৩ জনার, এখানে সিলিপ স্কান, জাল বা নকল সেটাতো আমার জানার কথা নয়, তাছাড়া চাল বিতরনের সময়তো কোন সমস্যা হয়নি। আমার সীল ব্যবহার করে আমি ৮৩ জনকে সিলিপ বিতরণ করেছি কিন্তু এই মিথ্যে বা সর্জযন্ত্রমুলক বানোয়াট ঘটনা কে বা কারা ঘটিয়েছে এবং কেনোইবা কোন উদ্দেশ্যে ঘটাইয়াছে তাহা আমার জানা নাই।
আমি সিলিপ স্কান, ফটোকপি বা জালিয়াতি সম্পর্কে কিছুই জানি না। এটি একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে হয়তো-বা করিয়া থাকিতে পারে।
এরই মধ্যে গত ২৭ ও ২৮ জুন আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল সাংবাদিক ভাইদের মিথ্যা ও ভুল তথ্য সরবরাহ পূর্বক দৈনিক মানবজমিনসহ ২/৩ টি পত্রিকায় ও অনলাইনসহ সোশ্যাল মিডিয়া ফেসবুকে সংবাদ প্রকাশ করাইয়াছে। আমি উক্ত মিথ্যে, বানোয়াট, মনগরা ও কাল্পনিক সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক
মোসাঃ মরিয়ম বেগম (টিওন)
সংরক্ষিত নারী ইউপি সদস্য,
১, ২ ও ৩ নং ওয়ার্ড,
০৪ নং গালুয়া ইউনিয়ন পরিষদ,
রাজাপুর, ঝালকাঠি।