”শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের দাবিতে রিক্সা শোভাযাত্রা অনুষ্ঠিত”
”অবিলম্বে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে হবে”
বরিশালঃ ২ অক্টোবর, ২০২২ঃ অবিলম্বে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুযায়ী ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ¦ালানী নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশ পৃথিবীতে একটি উদাহরন তৈরী করতে পারে। কিন্তু এ পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সংশ্লিস্ট মন্ত্রনালয় ও দপ্তরসমূহের কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ¦ালানীর জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের মধ্য দিয়ে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকলাপনা বাস্তবায়ন শুরু করতে হবে বলে বক্তারা দাবি করেন।
২ অক্টোবর ২০২২ সকাল ১০ ঘটিকায় প্রান্তজন, বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বি ডব্লিউ জি ই ডি), উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোপ (ক্লিন) এবং উন্নয়ন বিষয়ক এশিয় জন-আন্দোলন (এ পি এম ডি ডি) যৌথ উদ্যোগে আয়োজিত রিক্সা শোভাযাত্রা বরিশাল শিশু পার্ক এর সামনে থেকে শুরু করে বরিশাল ক্লাব এর সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়। এ শোভাযাত্রায় বরিশালের সাংস্কৃতিক নেতৃবৃন্দ, জলবায়ু কর্মী ও শতাধিক রিক্সা চালক অংশ গ্রহন করেন। মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিক্লল্পনা অনুসারে শতভাগ নবায়নযোগ্য জ¦ালানী প্রবর্তন উন্নত বিশে^র কাছ থেকে জলবায়ু ক্ষতি পূরন আদায়, কয়লাসহ সকল ধরনের জ¦ীবাশ্ম জ¦ালানীতে বিনিয়োগ বন্ধ করা এবং জলবায়ু দুর্যোগের হাত থেকে ভবিষ্যৎ প্রজম্ম রক্ষার দাবিতে এ রিক্ষা শোভাযাত্রা অনুষ্টিত হয়।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মতো দেশে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন করতে হলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলো থেকে শর্তহীন প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিতে হবে। কিন্তু উন্নত বিশ্ব আমাদের দুর্যোগকে কেন্দ্র করে ঋণের ব্যবসা করতে চায়। এ আচরণের বিরুদ্ধে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতা হিশেবে বাংলাদেশকেই কথা বলতে হবে।
সমাবেশে বক্তার আরো বলেন, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনায় ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের রূপরেখা দেয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে বাজেট বরাদ্দসহ সরকারের আরো সক্রিয় ভূমিকা নেয়া উচিৎ। সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে ব্যাপক পার্থক্য রয়ে গেছে। ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হলেও বাজেট বরাদ্দ করা হয়েছে তিন শতাংশেরও কম। অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন আরো কঠিন করা হয়েছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যাব এর সম্পাদক রনজিৎ দত্ত, ম্যাপ এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রর্তী, রান এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম, এন ভি এস এর নির্বাহী পরিচালক মোঃ শওকত আলী বাদল, উন্নয়ন কর্মী ইব্রাহিম হামিদ মাসুম সহ শতাধিক পরিবেশ কর্মী।