পরীমণির জীবন অনেকটা আমার জীবনের মতো : তসলিমা নাসরিন
প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
‘আমি রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম’ শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে পরীমণির দেওয়া এক স্ট্যাটাসে তাদের সংসার ভাঙার সুর। এবার সেই সুরে নিজেকে মিলালেন তসলিমা নাসরিন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো।
তিনি আরও লিখেন, মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়। পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে।
কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজেকে ভালোবাসলে পারা যায় উল্লেখ করে তিনি আরও লেখেন, আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনো প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!
এর আগে গত ২২ ডিসেম্বর পরীমণি তার ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। ছবিতে পরীকে হাতের আঙুলে ব্যথা পাওয়ার মতো অবস্থায় দেখা যায়। পরী সেই ছবির ক্যাপশন দিয়েছিলেন গিফট। বিষয়টি নিয়ে কেউ কোনো কথা না বললেও গুঞ্জন আছে, পরীর আঙুলে সেই আঘাত রাজের কারণেই।
২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমণি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।