বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ



পটুয়াখালীতে র‌্যাবের জালে ভুয়া ডাক্তার আটক
প্রকাশ: ১৮ মে, ২০২০, ৬:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে র‌্যাবের জালে ভুয়া ডাক্তার আটক

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপার পাতাবুনিয়া বাজারে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তার আটক করেছে র্যাব। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করে র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আটক ব্যক্তির নাম মো. নুরুজ্জামান তালুকদার (৩৬)। সে পটুয়াখালী সদরের টাউন কালীকাপুর এলাকার মৃত আবুল হাসেম তালুকদারের ছেলে।র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গলাচিপার পাতাবুনিয়া বাজারে মেসার্স তালুকদার মেডিসিন হাউসে প্রাইভেট প্রাকটিসের নামে নুরুজ্জামান তালুকদার নামে এক ব্যক্তি নিজেকে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছিলো। আটক ব্যক্তি চিকিৎসা শাস্ত্রে কোন পেশাদার ডিগ্রী অর্জন না করেও নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের ভুয়া চিকিৎসা দিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে সোমবার সকালে তাকে আটক করে র্যাবের বিশেষ দল।
র্যাব জানায়, নুরুজ্জামান তালুকদার মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করে নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছিলো। অভিযনের সময় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন আটক মো. নুরুজ্জামান তালুকদারকে ভুয়া ডাক্তার হিসেবে অভিমত ব্যক্ত করেন।তাকে গলাচিপা থানায় সোপর্দ করে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।




প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত