পটুয়াখালীতে ভালো পদ না পেয়ে আ.লীগ নেতার আত্মহত্যার চেষ্টা
প্রকাশ: ৭ আগস্ট, ২০২২, ১১:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
পটুয়াখালী সংবাদদাতা :
পরপর দুইবার পটুয়াখালী পৌর আওয়ামী লীগের কমিটিতে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। এবার সেই কমিটিতেই স্থান হয়েছে সাধারণ সদস্য হিসেবে। তাও আবার চার নম্বরে।
কমিটি ঘোষণার ১২ ঘণ্টার মাথায় শনিবার (৬ আগস্ট) গভীর রাতে রাগ ও অভিমানে আত্মহত্যার চেষ্টা চালান মো. মনিরুজ্জামান চৌধুরী মনু মিয়া। তবে পরিবারের সদস্যদের কারণে এ যাত্রায় বেঁচে গেছেন।
শনিবার বিকালে মনু মিয়ার স্বজনরা তার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি জানিয়ে স্ট্যাটাস দিলে এ নিয়ে তোলপাড় শুরু হয় শহরজুড়ে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিমানী ওই নেতা জানান, রাজনীতি করে শুধু পোস্ট চেয়েছি। সেটাও যদি না পাই, তাহলে জীবন রেখে লাভ কী?
মনু মিয়ার ভাইয়ের মেয়ে সানজিদা সাবরিনা বাঁধন তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, দীর্ঘদিন পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীতে ও দুবার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মনিরুজ্জামান চৌধুরী মনুকে বর্তমান পৌর কমিটিতে ৪ নম্বর সাধারণ সদস্য বানানোর কষ্টে দিনগত রাত ১টার দিকে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাকে রক্ষা করে।
একই ধরনের স্ট্যাটাস পোস্ট করেন তার বোন সিনথিয়া সাবরিন মৌ-ও। পরে তাদের পরিবারের অন্য সদস্যরাও একই পোস্ট শেয়ার করে। এরপরই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে।
পছন্দ মতো পদ না পাওয়া মনু মিয়া জানান, পরিবারের সবাই আজীবন আওয়ামী লীগ করে আসলেও তারা কিছুই পাননি। বিএনপির আমলেও বারবার হামলার শিকার হয়েছেন তিনি।
মনু মিয়া বলেন, হয় আমাকে যুগ্ম সাধারণ সম্পাদকের ওপরের কোনো পদে রাখবে, না হয় বাদ দেবে। সদস্য তো রাখতে পারে না। এতো অপমান করার কোনো মানে হয় না।
এ বিষয়ে জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। এখানে পাওয়া না পাওয়ার অভিমান থাকাটাই স্বাভাবিক। নতুন নেতৃত্ব সৃষ্টি করতে নবীন ও তরুণদের অগ্রাধিকার দিতে হচ্ছে।