সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর বিভিন্ন উপজেলার ২২ গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।
রোববার সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আবদুল গনি।
স্থানীয় বাসিন্দা মমিনুল জানান, ঈদের নামাজ আদায় করার পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন তারা।
বদরপুর দরবার শরীফ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল গনি জানান, প্রতিবারের মতো এবারও তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ও নামাজ শেষে পশু কোরবানি দিয়েছেন।