পটুয়াখালীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২২, ৫:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালীর মৌকরন গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। আজ বুধবার সকাল ৮ টায় বাড়ির পাশের জমিতে বসে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হলেন মৌকারণ গ্রামের মৃত কাজী আব্দুল মোতালেব মিয়ার ছেলে কাজী নাজমুল জাকির ৫০ ও মৃত আব্দুস সোবহান কাজীর ছেলে ফারুক কাজী ৪০। পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে এ ভর্তি করে। পরে সেখানে আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত সূত্রে জানা যায় মৌকরণ গ্রামের কাজী নাজমুল জাকির ও ফারুক কাজীর সাথে সাড়ে ২৭ সতাংশ জমি নিয়ে প্রতিপক্ষ দুলাল হাওলাদার ও সালাম হাওলাদের গঙ্গের সাথে ৩ বছর যাবৎ বিরোধ চলে আসছে। প্রতিপক্ষরা বেশ কিছুদিন যাবত কাজী নাজমুল জাকির ও কাজী ফারুক এর জমি তাদের বলে দাবি করে। অথচ প্রতিপক্ষের কাছে ওই জমির কোন কাগজপত্র বা ডকুমেন্ট নেই বলে আহতরা জানায়। আহতরা আরও জানায় প্রতিপক্ষরা তাদের ক্ষমতার বলে তারা ওই জমি বিভিন্ন বার দখলের চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় আজ সকাল ৮ টায় কাজী নাজমুল জাকির ও তার ভাই ফারুক কাজী তাদের জমিতে বিজ রোপণ করতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা মৃত আব্দুল হাসেম হাওলাদার এর ছেলে দুলাল হাওলাদার, আব্দুস সালাম হাওলাদার, রাজিব, রবিউল, বিউটি বেগম, মর্জিনা বেগম, সেলিম সহ অঞ্জাত ৮/১০ জন ধারালো দা ও রামদা দিয়ে কাজী নাজমুল জাকির ও ফারুক কাজী কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।এ সময় প্রতিপক্ষরা আহত কাজী নাজমুল জাকির ও ফারুক কাজীর হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে যখন করে। পরে আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে আহতরা শেবাচিমের অর্থপিডিক ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।