নিপিড়িত -নির্যাতিত একজন দক্ষ সংগঠক আ.লীগ নেতা সোহেল মোল্লা
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০১৯, ১২:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার : ২০১৮ সালের ৫ মার্চ। বেলা এগারটার দিকে সন্ত্রাসীরা হামলা করে। এতে গুরুতর আহত হয় বরিশাল নগরীর রুপাতলী ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াদুদুর রহমান সোহেল মোল্লা। রুপাতলী বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন সোহেল মোল্লাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঐ ঘটনায় বরিশাল কোতয়ালী থানায় ৪ জনের নাম উল্লেখসহ মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের সত্যতা স্বিকার করেছেন তৎকালীন দায়িত্বপ্রাপ্ত এসআই দ্বীপায়ন।
আহত সোহেল মোল্লা জানান, সেদিন বেলা ১১ টার দিকে তিনি রুপাতলী বাস টার্মিনাল ভবনের ভিতরে দাড়িয়ে পেয়ারা খাচ্ছিলেন। হঠাৎ তার পিছন থেকে অতর্কিত হামলা।
তখন সোহেল মোল্লার মা বিউটি বেগম সাংবাদিকদের জানান, স্থানীয়রা যদি তার ছেলেকে বাঁচাতে এগিয়ে না আসতো তাহলে তার ছেলেকে মেরেই ফেলতো সন্ত্রাসীরা।
সোহেল মোল্লা ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হওয়া ও বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির কাউন্টার ইনচার্জের দায়িত্ব পাওয়ার পর থেকে রুপাতলি এলাকায় তার জনপ্রিয়তা অনেকটা বেড়ে যায়। এ কারনেই হামলার শিকার হয় সে। এ ভাবে অনেক হামলা -নির্যাতনের পরেও দমে যায়নি। সোহেল মোল্লা কাউন্টার ইনচার্জের দ্বায়িত্ব ছেড়ে দলে সময় দিয়ে সকলের আস্থাভাজন হন।
এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে মারধর করার অভিযোগে বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদারসহ ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন সোহেল মোল্লা। এই মামলাটিতে বিএনপির ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ৩০ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে।
২০১৮ সালের ২৬ ডিসেম্বর রাতে মামলাটি বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় নথিভুক্ত হয়।
মামলাটির বাদী হামলার শিকার বরিশাল মহানগর ২৫ নম্বর ওয়ার্ড আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াদুদুর রহমান সোহেল মোল্লা।
এছাড়া ২৫ নং ওয়ার্ডকে নাশকতা মুক্ত করতে সজাগ ছিলেন সোহেল মোল্লা।
উল্লেখ্য,১৯৮৮ সালের ১৫ অক্টোবর তিনি বরিশাল নগরীর রুপাতলী এলাকায় পৈত্রিক নিবাসে জন্মগ্রহণ করেন। মোল্লা পরিবারের বড় সন্তান সোহেল মোল্লা স্বাধীনতার স্বপেক্ষর শক্তি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তিনি।
বয়সে অনেকের চেয়ে অনুজ হলেও রাজনৈতিক কর্ম-দক্ষতা কারণে সোহেল মোল্লা নেতা কর্মীদের মন জয় করে নিয়েছেন অল্প সময়েই। এমনকি তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগেও গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছিলেন।
বর্তমানে সোহেল মোল্লা বরিশালের বেশ কয়েকটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।