স্টাফ রিপোর্টার : নলছিটির সুবিদপুর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। শুক্রবার বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে দিনের শুভ সূচনা হয়।
নলছিটির সুবিদপুর ইউনিয়নে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদারসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।
বিজি ইউনিয়ন একাডেমি বাহাদুরপুর হাই স্কুল মাঠে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান শিকদার। এছাড়া স্কুল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান শিকদার বলেন,
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখনো অনেক বধ্যভূমি রয়েছে তা সংরক্ষিত নয়। সেসব বধ্যভুমির শহীদদের সঠিক তথ্য নতুন প্রজন্ম জানতে চায়। নতুন প্রজন্ম অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে সেই প্রত্যাশা করি। তিনি বলেন আমি সুবিদপুর ইউনিয়নকে দুর্নীতি মুক্ত ইউনিয়ন গড়েছিলাম। আজ আমি নেই। আবারও দুর্নীতি শুরু হয়েছে। তিনি বলেন দুর্নীতি অনিয়ম মেনে নেয়া হবেনা।
মান্নান শিকদার বলেন,জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে এগিয়ে যেতে হবে।