নলছিটিতে প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ২ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।
সাজাপ্রাপ্ত দুই জেলে হলেন উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামের সোয়েব হাওলাদার (৩০) ও মাসুম হাওলাদার (৩২)।
এলাকাবাসী অভিযোগ করে বলেন এখন যারা মাছ ধরেন তাদের মধ্যে বেশিরভাগ জেলেই মৌসুমি জেলে। অন্যান্য এলাকা থেকেও লোক এসে সুগন্ধা নদীতে মাছ শিকারে করছে। এ সময় তারা অবৈধ ভাবে মাছ ধরা বন্ধ করতে কঠোর অভিযানের দাবি করেন।
১১ অক্টোবর মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে তাদেরকে সুগন্ধা নদী থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারি মৎস্য কর্মকর্তা সৈয়দ আনোয়ার হোসেন।
ভ্রাম্যমাণ আদালত’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন মা ইলিশ রক্ষার জন্য উপজেলা প্রশাসন’র পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।