রাজধানীর নবাবপুরে ক্রিসেন্ট বেকারী নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে রাত ১২টার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন বলেন, নবাব পুরের আরজু টাওয়ারের অপর পাশে ক্রিসেন্ট বেকারীতে হঠাৎ করে আগুনের সুত্রপাত ঘটে। মূহুর্ত্বে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে। আশপাশের মার্কেটের ব্যবসায়ীরা নিজেদের মালামাল সরিয়ে নিচ্ছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের কন্টোল অপারেটর ফরহাদ হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রনে ১৪টি ইউনিট কাজ করে। রাত ১২টার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।