চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান বলেন, সকাল থেকে বেশ কয়েকজন শ্রমিক বেতুয়া এলাকায় নদীর তীর ধরে ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন।
দুপুরের দিকে ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে শাহিন নামে এক শ্রমিক নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা কাজ করছেন।
অপরদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, নিখোঁজ শ্রমিকের সন্ধানের জন্য কোস্টগার্ডের ডুবুরি দল ভোলা থেকে চরফ্যাশনে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।