নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে নকল হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা দ্রব্যাদি বিক্রির দায়ে দুই খুচরা ব্যবসায়ীকে ১ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের ভ্রাম্যমাণ আদালত সোমবার দুপুরে নগরীর গীর্জা মহল্লা এলাকায় তাদের এই দণ্ড দেন। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা দ্রব্যাদি উদ্ধার করে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্তরা হল- পটুয়াখালীর সজল জমাদ্দার ওরফে রাজিব (৩৪) ও ঢাকার মোস্তফা কামাল (৩০।দন্ড ঘোষণার পর তাদের কারাগারে প্রেরন করে পুলিশ।দন্ডপ্রাপ্তরা ঢাকার মিডফোর্ড এলাকার জনৈক মো. রাকিবের সহায়তায় লঞ্চে এবং কুরিয়ার সার্ভিসে এসব নকল সুরক্ষা সামগ্রী এনে বরিশালে বাজারজাত করার কথা স্বীকার করেন ভ্রাম্যমাণ আদালতের কাছে। এছাড়া মো. জিয়াউর রহমান ও জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষের পৃথক ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ২ জন পথচারীকে ২৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। মেট্রোপলিটন পুলিশ এই পৃথক অভিযানে সহায়তায় করেন।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়।