সাইন্স মতে,
সবকিছুরই থাকে কার্যকারণ;
ধর্ম মতে,
সব ঘটনার কারণ খোঁজা বারণ।
রাজনীতিবিদগণ,
আমজনতার সামনে ঝুলাবে মুলো;
আমলা বিজি স্তুতি কাজে,
চোখে রঙিন চশমা, কানে ঘন তুলো!
উন্নয়ন মানে জেন্ডার সমতা
আর সামাজিক ইনক্লুশন;
নির্বাচন তবে কি ইস্তেহার সর্বস্ব
পাবলিক কনফিউশান?
মুরুব্বিরা আফসোস করেন,
গেল রসাতলে আজি সব;
সাংবাদিকের মসি হয়েছে অসি,
শিক্ষালয়ে অশিক্ষার কলরব!
পোলাপান সব, হাতের মুঠোয়
করছে বিশ্ব দেখার ফন্দি;
সামাজিকতার জ্ঞানশূন্য হয়ে,
তারা আজ চারদেয়ালে বন্দী!
পেটের ক্ষুধায় গেলাম মরে,
বিষের দামও চড়া;
বাজার মূল্য উঠেছে আকাশে,
তাকে যাবে কি ধরা?
আমি ক্লান্ত-ভ্রান্ত পথিক,
পথের কি নেই শেষ?
জগতের এ ধুম্রজালে
ফাঁস লেগেই শেষ!
লেখক :শিক্ষানুরাগী, লেখক ও সমাজসেবক,বরিশাল।