দৈনিক কীর্তনখোলা পত্রিকার রিপোর্টার অপুর মৃত্যু:বৃদ্ধা মায়ের আহজারি:অপলক তাকিয়ে ছিলো শিশু সন্তান
প্রকাশ: ৩১ জানুয়ারি, ২০২৩, ৪:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক কীর্তনখোলা পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার রোমেল রয় অপু আর নেই। সোমবার বেলা ১২টার দিকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি.শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৬ বছর। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, ৯ ও ৩ বছর বয়সী দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সহকর্মী খান আব্বাস জানান, নিউমোনিয়ায় আক্রান্ত অপু রয় চিকিৎসার উদ্দেশ্যে সকালে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তাকে ভর্তি করার পূর্ব মুহুর্তে খিচুনি দিয়ে হার্ট এ্যাটাক করে মৃত্যু হয়েছে।
তার মৃত্যুর খবর শুনে সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, দৈনিক আজকের পরিবর্তন প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ, স্বপন খন্দকার, কীর্তনখোলার সম্পাদক সালেহ টিটু, দেশজনপদ পত্রিকার প্রকাশক-সম্পাদক মীর্জা রিমন, খান স্বপন, কেএম নয়ন, নজরুল ইসলাম, মিথুন সাহা সহ সহকর্মী, বরিশাল নগরীর কর্মরত সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা নগরীর নিউ সার্কুলার রোডের বাসায় ছুটে আসেন। এ সময় সকলের চোখ অশ্রুসজল ছিলো। সন্তানকে হারিয়ে বৃদ্ধা মায়ের আহজারি, বাকরুদ্ধ ছিলো স্ত্রী, অপলক তাকিয়ে ছিলো ৯ বছর বয়সী শিশু সন্তান। কিছু না বুঝে নিজের মনে খেলতে ছিলো তিন বছর বয়সী শিশু সন্তান। রাত আটটায় ধর্মীয় রীতিতে তার বাসভবনের সামনে সমাহিত করা হয়।