দূর্গা সাগরে ডুবে নিহত হৃদয়ে সাথে ফেসবুকে ভাইরাল হওয়া মেয়েটা তার গার্ল ফ্রেন্ড নয়!
প্রকাশ: ২১ নভেম্বর, ২০১৯, ৯:৪৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
বার্তা ডেস্কঃ
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাবপাশায় অবস্থিত দিঘি দূর্গা সাগরে ২০ নভেম্বর প্রেমিকার সাথে ২০০ টাকা বাজি ধরে হৃদয় ২৫ নামে এক যুবকের প্রান হানির ঘটনা ঘটে।
দীর্ঘ ৯ ঘন্টা ব্যাপি পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতায় রাত ৮:৪৫ মিনিটে উদ্ধার করা হয় দুর্গা সাগর থেকে লাশ। নিহত হৃদয়ের বাবা পুলিশ সদস্য এসআইর।
এ দিকে ঘন্টার কেন্দ্র করে ফেসবুক হৃদয়ে প্রমিকাকে নিয়ে নিন্দার জরতুলছে, তার মিথ্যার বলি হচ্ছেন তারই কলেজ পড়ুয়া বন্ধু তমা আহমেদ।
তমা আহমেদ ফেসবুক ওয়াল থেকে পোস্ট তুলে ধরা হয়েছে অবিকল।
সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
দূর্গা সাগর দীঘিতে প্রেমিকার সাথে বাজি ধরে নিহত নিউজে হৃদয়ের সাথে একটা মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন অনেকে, ঐ মেয়েটা আমি,, তার কলেজ পড়ুয়া বন্ধু।
হৃদয়ে সাথে দূর্গা সাগরে ঘুরতে যায় তার দুই বন্ধু রাকিন ও তায়মন, জানা গেছে তাদের সাথে বাজি ধরে হৃদয় দিঘিতে সাঁতার কাটার সিদ্ধান্ত নেন।
হৃদয়ের সাথে ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটা ছিলো হৃদয়ের জন্মদিনে উইশ করতে ওর ফেইসবুক ওয়ালে পোস্ট করা। হৃদয়ের ফেসবুকে থেকে কে বা কার ছবি সংগ্রহ করে আমার নামে অপপ্রচার চালাচ্ছে।
সকলের কাছে অনুরোধ আমার ছবি দিয়ে পোস্ট করে অপপ্রচার করবেন না।