দলীয় শৃঙ্খলা ভেঙ্গেও জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী
প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৩, ১১:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
ডেস্ক প্রতিবেদন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনা তথা বি এন পির চলমান আন্দোলন কে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে বাবুগঞ্জ উপজেলার ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারবার অংশগ্রহণকারী মোঃ ফারুক হোসেন মোল্লা আবারো যুবদলের শীর্ষ পদ সভাপতির আসন পাকাপোক্ত করতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ।
বি এন পির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বর্তমান ফ্যাসিবাদী সরকারের অধীনে অনুষ্ঠিত যেকোন নির্বাচনে অংশগ্রহণকারী কে লিখিতভাবে আজীবন বহিস্কার করা হলেও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের ছত্রছায়ায় আশ্রয় নেয়া ফারুক হোসেন মোল্লা বহাল তবিয়তে ইউনিয়ন যুবদলের সভাপতির পদ বাগাতে কেন্দ্রীয় এবং স্থানীয় যুবদলের নেতৃবৃন্দের মাধ্যমে দেন দরবার চালিয়ে যাচ্ছেন । যার ফলে মামলা হামলার শিকার তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী কর্মীরা কোনঠাসা হয়ে পরেছে ।ফ্যাসিবাদী আওয়ামী সরকার কে ক্ষমতা থেকে হটিয়ে অবরুদ্ধ গণতন্ত্র কে মুক্ত করতে আগামী দিনের কঠিন আন্দোলন সংগ্রামে সফলতা পেতে আঁতাতকারী ফারুক মোল্লাদের মত খোলস পাল্টানো নেতাকর্মীদের দল থেকে অবিলম্বে বহিস্কার চায় তৃণমূলের নেতাকর্মীরা । হাইকমান্ডের নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের ছত্রছায়ায় বারবার ইউপি নির্বাচনে অংশ নিলেও বি এন পি নামধারী ফারুক হোসেন মোল্লা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করায় তৃণমূলের কর্মীরা মনে করে , এই সমস্ত লোককে যদি বিএনপিতে স্থান দেওয়া হয় তাহলে বিএনপি কোনঠাসা হয়ে পড়বে , তাই সাধারণ কর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে কিভাবে এই দলে ফারুক মোল্লার মত লোক যুবদলের সভাপতি প্রার্থী হতে পারে যে কিনা বিগত ৩ বছর ধরে ইউনিয়ন যুবদলের দায়িত্বশীল পদে থাকার পরেও দলীয় কর্মসূচী মিছিল মিটিং এ অংশ নেননি ।