তালতলীতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিকে সমমানের দাখিল পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে চারজন শিক্ষকসহ ১০ জনকে আটক করা হয়েছে।
রোববার বহিষ্কার ও আটকের এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার পিকে মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি ২য়পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মো. আসাদুল ইসলাম ও ফারজানা আক্তার নামে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আসাদুল উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ফারজানা আক্তার পিকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা গোপন সংবাদের ভিত্তিতে তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে চারজন শিক্ষকসহ ১০ জনকে হাতেনাতে ধরে ফেলেন।
এরা হলেন- উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নাজমুল ইসলাম, মোসা. ফাহিমা আকতার এবং বালিয়াতলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জামাল উদ্দিন ও মো. মনোয়ার হোসেন।
অন্যরা হলেন- ইয়ামিন আকতার (১৮), মো. ওবায়দুল ইসলাম (২২), সাফা মনি (১৭), মো. কামাল হোসেন (২৫), শাহনেওয়াজ (২৩) ও মোসা ফজিলা (৪০)। এদের তালতলী থানায় সোপর্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা জানান, আটকদের বিরুদ্ধে মামলা করা হবে।