ঝালকাঠির রাজাপুরে মসজিদের ভেতরে মুয়াজ্জিনকে মারধর করেছেন এক ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের হাইলাকাঠি পাড়ের হাট জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত মুয়াজ্জিনের নাম আব্দুল বারেক আকন (৪২)। তিনি পূর্ব ইন্দ্রোপাশা গ্রামের মৃত আব্দুল মন্নান আকনের ছেলে ও মঠবাড়ি ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক।
মুয়াজ্জিন আব্দুল বারেক আকন অভিযোগ করে জানান, তার উপজেলার হাইলাকঠি পাড়ের হাট এলাকায় একটি ভ্যারাইটিজ স্টোর রয়েছে। দুদিন আগে স্থানীয় মৃত আব্দুল রাজ্জাক খানের ছেলে গ্যারেজ ব্যবসায়ী মো. মিন্টু খান তার কাছে টাকা ধার চান। টাকা না দেওয়ায় রোববার সকালে শিশুদের কুরআন শিক্ষা দেওয়ার সময় মিন্টু মসজিদে প্রবেশ করেন। দরজা বন্ধ করে স্টিলের টর্সলাইট দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন তিনি।
অভিযোগের বিষয়ে মো. মিন্টু খানের দাবি, কুরআন শিক্ষার সময় আমার ৯ বছর বয়সি মেয়েকে মুয়াজ্জিন শ্লীলতাহানি করেছে। এজন্য তাকে পিটুনি দিয়েছি।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।