ঝালকাঠির নলছিটি উপজেলায় ভোটার তালিকায় নাম উঠাতে গিয়ে নুরুল ইসলাম নামের ২৩ বছর ববয়সী এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে ।
মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বিকেল ৫ টার দিকে উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ.এম.গোলাম মোস্তফা।
গোলাম মোস্তফা গনমাধ্যমকে জানান, বিকেলে ওই যুবক উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র দিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। ছেলেটির সাথে কথা বলে ধারণা করা হয়, সে রোহিঙ্গা। পরে জিজ্ঞেসবাদে নিজেই স্বীকার করেছে তিনি রোহিঙ্গা। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঐ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
আটক রোহিঙ্গা যুবক নুরুল ইসলামের বরাত দিয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ইত্তেহাদ নিউজকে বলেন, গত রমজান মাসে সে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে বের হয়। পরে সাইফুল ইসলাম তোতা নামে একজনের মাধ্যমে নলছিটিতে আসে। ঘটনার দিন উপজেলা নির্বাচন অফিসে এসে ভোটার হতে চেয়েছিলোলো। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।