নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির কাঠালিয়ায় রাকিবুল হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে মানবন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজনরা। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে কাঠালিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে নিহত রাকিবুলের স্ত্রী হাসি বেগম, বাবা মো. শফি হাওলাদার, মা লিলি বেগমসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা জানান, গত ২৭ সেপ্টেম্বর পৈত্রিক সম্পত্তিতে আমন ধানের চারা রোপণ করার চেষ্টা করলে লাঠি নিয়ে হামলা চালান দক্ষিণ চেচরী গ্রামের শহিদুল ইসলাম শহিদ, ইব্রাহিম হোসেন তপু, নজরুল ইসলাম হাওলাদারসহ প্রমুখ। তাদের হামলায় রাকিবুল ইসলাম, শফি উদ্দিন ও তরিকুলসহ অন্যরা গুরুতর আহত হয়। আহতদের প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাকিবুলের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাকিবুলের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, ওই ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।