ঝালকাঠিতে জেলা পরিষদ নির্বাচন ৩টি সদস্য পদেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২, ৬:২২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
আজমীর হোসেন তালুকদার: ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্যদিয়ে প্রথম বারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে ঘিরে ভোট কক্ষে সিসি ক্যামেরা, আইন সৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারীতে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। জেলা পরিষদ নির্বাচনে ২টি সাধরন সদস্য ও একটি সংরক্ষিত নারী সদস্য পদে ভোট গ্রহন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। এ ৩টি সদস্য পদে নির্বাচনে ১২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মনোনীত প্রার্থীর জয়লাভ হয়েছে।
রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও কাঁঠালিয়া উপজেলা মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সিসি ক্যামেরা আওতাভূক্ত এ ভোট কেন্দ্রে ইভিএমএ ভোট গ্রহনের জন্য রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন অফিসার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন অবাদ ও সুষ্ঠু করার লক্ষে ম্যাজিট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিলো।
ইতোপূর্বে চেয়ারম্যান পদে জেলা আ’লীগের সাধারন সম্পাদক খান সাইফুল¬াহ পনির এবং অন্য ৩টি সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় সদর উপজেলা সদস্য পদে সামছুল ইকরাম পিরু, নলছিটি উপজেলা সদস্য পদে হাজী মোঃ সোহরাব হোসেন ও সংরক্ষিত নারী পদে সংরক্ষিত মহিলা সদস্য (সদর-নলছিটি) পদে বেগম হোসনে আরা মান্নান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। রবিবার অনুষ্ঠিত ভোটে রাজাপুর উপজেলার সদস্য পদে এ.এইচ.এম খাইরুল আলম সরফরাজ, কাঁঠালিয়া উপজেলায় সদস্য পদে এস.এম ফয়জুল আলম সিদ্দিকী এবং রাজাপুর ও কাঁঠালিয়া নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনে মোসাঃ জাহানারা হকসহ জেলা আওয়ামীলীগ সমর্থিত পুরো পরিষদ নির্বাচিত হয়েছে।
রবিবার ভোট গ্রহন শেষে ৪নং কাঠালিয়া উপজেলায় এসএম ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজ(তালা) ৩৭ ভোট পেয়ে সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মো. শহীদ গোলদার(অটোরিক্সা) পেয়েছেন ২৪ ভোট। অপর দুই প্রতিদ্বন্ধী প্রার্থী এসএম আমিরুল ইসলাম লিটন(হাতি) পেয়েছেন ১৯ এবং এড. সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম (টিউবওয়েল)শূণ্য ভোট পেয়েছেন। উপজেলায় মোট ৮০ জন ভোটারের মধ্যে ৮০ জন ভোটারই তাদের ভোট প্রদান করেন।
অন্যদিকে ৩নং রাজাপুর উপজেলায় এ এইচ এম খাইরুল আলম সরফরাজ (তালা) ৪৬ ভোট পেয়ে সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মো. তরিকুল ইসলাম (বক) পেয়েছেন ২৫ ভোট। অপর দুই প্রতিদ্বন্ধী প্রার্থী মো. সিদ্দিকুর রহমান (অটোরিক্সা) পেয়েছেন ০৭ এবং মো. নজরুল ইসলাম (টিউবওয়েল) শূণ্য ভোট পেয়েছেন। রাজাপুরে মোট ৭৯ ভোটারের মধ্যে ৭৮ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
নির্বাচনে ২নং সংরক্ষিত মহিলা সদস্য ( কাঠালিয়া-রাজাপুর)পদে মোসাঃ জাহানারা হক (হরিণ) কাঠালিয়া থেকে ৫৫ ভোট ও রাজাপুর থেকে ২৯ ভোটসহ মোট ৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী নাসরিন সুলতানা মুন্নী (ফুটবল) কাঠালিয়া থেকে ২৫ ভোট ও রাজাপুর থেকে ৪৯ ভোট মোট ৭৪ ভোট পেয়েছেন। অপর দুই প্রতিদ্বন্ধী প্রার্থী জোৎসনা খানম (টেবিল ঘড়ি) ও মোসাঃ সনিয়া (দোয়াত কলম) দুই উপজেলা থেকেই শূণ্য ভোট পেয়েছেন।