অশ্বিনী কুমার হলচত্বরে জ্বালানী তেলের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলশেষে বিক্ষোভ সমাবেশে বাসদ বরিশাল জেলা শাখার সদস্য মানিক হাওলাদারের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিশিষ্ট নাগরিক নজরুল ইসলাম খান, ব্যাটারিচালিত রিক্সা -ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ১৩ নং ওয়ার্ড সভাপতি শহিদুক ইসলাম, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন ২৮ নং ওয়ার্ডের সভাপতি মোকছেদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার, বি এম কলেজ শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব প্রমুখ।
বক্তারা বলেন, জনগনের মতামতের তোয়াক্কা না করে জ্বালানি তেলের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি সরকারের গনবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। ডিজেলের দাম ৩৪ টাকা, পেট্রোলের দাম ৪৬ টাকা ও অকটেনের দাম ৪৬ টাকা বাড়ানো হয়েছে যেখানে বিশ্ববাজারে গত ৬ মাসের মধ্যে তেলের দাম সর্বনিম্ন অবস্থায় আছে। তেলের দাম বাড়ানোর সাথেসাথেই গাড়িভাড়া বৃদ্ধির ঘোষণা চলে আসছে এবং জিনিসপত্রের দাম আরেকদফা বাড়ানোর জন্য ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে যা জনজীবনকে আরো বিপর্যস্ত করবে। বক্তারা জনগণকে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের আন্দোলনে শামিল হওয়ার আহবান জানান। একইসাথে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার না হলে বক্তারা হরতাল-অবরোধের মত কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি জানান।