জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের প্রার্থী করেনি আওয়ামী লীগ
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২২, ২:১৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দল সমর্থিত একক প্রার্থীর পক্ষে সবার ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ‘বিদ্রোহী প্রার্থী’ না হওয়ার বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দল থেকে যাকেই প্রার্থী করা হোক না কেন, তার বিরোধিতা করা যাবে না। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী এসব বলেন। বৈঠক সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৈঠকে ৬১ জেলা পরিষদের মধ্যে ৬০টিতে দল সমর্থিত একক প্রার্থী চূড়ান্ত করা হয়। শুধুমাত্র সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। এখানে প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হওয়া ১১ জনের কাউকে এবার দলীয় প্রার্থী করা হয়নি। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে আওয়ামী লীগ আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে যে, বিদ্রোহী কাউকে দলীয় মনোনয়ন কিংবা সমর্থন দেওয়া হবে না। আগামী ১৭ অক্টোবর ৬১ জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবার ৬১ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী ছিলেন ৫০০ নেতা। দলীয় সমর্থন বঞ্চিত হয়ে অনেকে বিদ্রোহী প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের একজন সদস্য জানান, দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে বহিষ্কার করা হবে। এদিকে বিএনপি, জাতীয় পার্টি (জাপা)সহ অধিকাংশ রাজনৈতিক দল জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে না।