জেলা পরিষদ নির্বাচনে বরিশালে আ’লীগের প্রার্থী এ্যাড. এ কে এম জাহাঙ্গীর
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বরিশাল জেলায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন এ্যাড এ কে এম জাহাঙ্গীর। তিনি বর্তমানে বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে রয়েছেন। শনিবার রাতে গন ভবনে সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জন প্রতিনিধি বোর্ডের সভা শেষে নিশ্চিত করেছে বোর্ড সুত্র। এছাড়া বিষয়টি নিজেও নিশ্চিত করেছেন এ কে এম জাহাঙ্গীর। তিনি জানান মনোনয়নের বিষয়ে নিশ্চিত হয়েছি। আমাকেই দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে চিঠি পাওয়ার একটি বিষয় তো আছে। শনিবার বিকেল ৪ টায় গন ভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোনয়ন বোর্ডের সদস্য বরিশাল ১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানক। রাত ৮টায় সভা শেষ হবার আগেই এ্যাড এ কে এম জাহাঙ্গীরের মনোনয়ন পাওয়ার বিষয়টি চাউর হয়। পরে আবুল হাসানাত আবদুল্লাহ’র একান্ত সহকারী মোঃ খাইরুল বাসার ও দলীয় মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী আজকের পরিবর্তনকে বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন বরিশাল জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোঃ মইদুল ইসলাম,বরিশাল মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বি এম কলেজের সাবেক ভিপি মোঃ আনোয়ার হোসেন এবং বরিশাল জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি খান আলতাফ হোসেন ভুলু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ আনিসুর রহমান।