ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জিনের বাদশা পরিচয় দিয়ে টাকা ও স্বর্ণের পুতুল পাইয়ে দেওয়ার কথা বলে সাড়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার আটককৃতকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কথিত জিনের বাদশা ঈশ্বরগঞ্জ উপজেলার কবির ভোলসোমা গ্রামের সব্দর আলীর পুত্র বাবুল মিয়া ওরফে ল্যাংড়া বাবুল। জেলার ধুবাউড়া উপজেলার বাগড়া গ্রামের কিতাব আলীর পুত্র শওকত আলীকে ১২০ কোটি টাকা ও একটি স্বর্ণের পুতুল পাইয়ে দেয়ার কথা বলে ৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক।
জিনের মাধ্যমে টাকা পাইয়ে দেবে বলে সে বিভিন্ন টালবাহানা শুরু করায় শওকতের সন্দেহ হয়। শওকত নিরুপায় হয়ে গত ১৪ ডিসেম্বর প্রতারক বাবুলের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি মুস্তাছিনুর রহমান জানান, আটককৃতকে আদালত সোপর্দ করলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেছেন। ২০২০ সালেও প্রতারণার মামলায় ল্যাংড়া বাবুল গ্রেফতার হয়েছিল।