শুক্রবার ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ



চৌগাছা অবৈধ পশু হাট বন্ধের দাবিতে পুড়াপাড়া বাজারে মানববন্ধন করেছে গ্রামবাসী
প্রকাশ: ২৬ জুন, ২০২২, ৬:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চৌগাছা অবৈধ পশু হাট বন্ধের দাবিতে পুড়াপাড়া বাজারে মানববন্ধন করেছে গ্রামবাসী

আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ:

চৌগাছা অবৈধ পশুহাট বন্ধের দাবিতে রোববার দুপুরে পুড়াপাড়া বাজারে এক কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছে গ্রামবাসী। গ্রামবাসীর দাবি পুড়াপাড়ার পশু হাটের দিনে চৌগাছার অবৈধ পশুহাট চালু থাকায় সরকার প্রতি বছর কোটি টাকার রাজস¦ হারাচ্ছে। এ নিয়ে মহেশপুরের পুড়াপাড়া বাজারে ব্যবসায়ী,বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মী ও এলাকাবাসী এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মহেশপুরের মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান,ইউপি সদস্য আব্দুল কাদের,পুড়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুজিন আলী,সাধারণ সম্পাদক আলমগীর কবির, ইউপি সদস্য শাহিনুর রহমান, বেন্টু মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভূমি মন্ত্রনালয় ও হাইকোর্ট থেকে দুই বছর পূর্বে চৌগাছার পশুহাটকে অবৈধ হাট ঘোষনা করা হয়েছে। তার পরেও যশোরের জেলা প্রশাসক ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা অবৈধ হাট বন্ধের কোন পদক্ষেপ নেয়নি। ফলে প্রতি বছর সরকার পুড়াপাড়া পশু হাট ইজারা বাবদ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। আর চৌগাছার অবৈধ পশু হাটের কোটি কোটি টাকা যাচ্ছে কোথায়?
বক্তারা আরো বলেন অবিলম্বে যশোরের চৌগাছার অবৈধ পশুহাট বন্ধ করতে হবে। পুড়াপাড়ার পশু হাটের দিনে চৌগাছার অবৈধ পশুহাট চলতে পারেনা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত