বৃহস্পতিবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



চিনি দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩, ৫:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চিনি দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়

খেজুর গাছের রস থেকে তৈরি হয় গুড়। এটি অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয় খাবার। শীত মৌসুমে গ্রামের কৃষকরা তাঁদের বাড়িতে এটি তৈরি করেন। শীতের পিঠা ও নানা খাদ্যে এটি ব্যবহার হয়ে থাকে। অভিযোগ উঠেছে, খেজুরের গুড় ও পাটালি তৈরিতে নিম্নমানের গুড় ও চিনি ব্যবহার করা হচ্ছে। ঝিনাইদহের কালীগঞ্জে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এসব তৈরি করে বাজারজাত করছেন। ভেজাল গুড়ে উপজেলার হাটবাজার সয়লাব হয়ে গেছে। এসব যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়।

জানা গেছে, বাজারে খেজুর বা আখের গুড়ের চেয়ে চিনির দাম কম। প্রতিকেজি চিনি ১১০ টাকা। আর প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। অতি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী চিনি মিশিয়ে তৈরি করছেন গুড় পাটালি। কালীগঞ্জ ও কোটচাঁদপুরের ছাবদাপুরসহ বিভিন্ন বাজার থেকে নিম্নমানের গুড় কিনে আনেন। ওই গুড়ের সঙ্গে চিনি ও কিছুটা খেজুরের রস মিশিয়ে তাবালে (পাত্র) জাল দিয়ে তৈরি করেন খেজুরের গুড়। এ ছাড়া হাইড্রোজ, ফিটকিরি ও গুড়ের রং উজ্জ্বল করতে মেশানো হয় ক্ষতিকারক বিশেষ রং। এতে তৈরি করা গুড় বিষাক্ত হলেও প্রতিনিয়ত অবাধে তৈরি হচ্ছে গুড়ের মুচি, যাকে স্থানীয় ভাষায় খেজুর গুড়ের পাটালি বলা হয়।

সরেজমিন উপজেলার গোপালপুর গ্রামের গুড় ব্যবসায়ী বশির মণ্ডলের কারখানায় দেখা যায়, তার নিজ বাড়ির পাশেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে গড়ে তুলেছেন ভেজাল গুড় তৈরির কারখানা। কারখানার ভেতরে স্তূপ করে রাখা রয়েছে চিনি ও মাটির ঠিলেতে ভরা নিম্নমানের গুড়। সেখানে নারী-পুরুষ মিলে ১২ থেকে ১৪ জন শ্রমিক কাজ করেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে তাঁদের কার্যক্রম।

গুড়ের মধ্যে চিনি মেশানোর কথা স্বীকার করেছেন কারখানার মালিক বশির মণ্ডল। তিনি দাবি করেন, এটা যে স্বাস্থ্যসম্মত নয়, তা তাঁর জানা নেই। তা বন্ধ করে দেবেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা খন্দকার রেজাউদারা সুমন জানান, খেজুর রসের সঙ্গে চিনি মিশিয়ে জাল দিলে তা বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে, যা খেলে পেটের নানা সমস্যা ছাড়াও শিশুদের লিভার ক্যান্সারের মতো ভয়াবহ জটিল রোগ হওয়ার আশঙ্কা থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ভেজাল গুড় তৈরির বিষয়টি তাঁর জানা নেই। তবে, কারও বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া   হাজতির স্ত্রীকে কু-প্রস্তাব দিলেন ঝালকাঠি কারাগারের জেলার আক্তার হোসেন শেখ