ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলার চরফ্যাশন উপজেলার চারটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
সোমবার ভোর থেকে উপজেলায় দমকা হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। পানিতে তলিয়ে গেছে কুকরিমুকরি, ঢালচর, চর পাতিলা ও মজিবনগর ইউনিয়ন। এছাড়া উপকূলীয় এলাকা ও নদীর তীরবর্তী ইউনিয়নের অধিকাংশ পানিতে তলিয়ে গেছে।
কুকরিমুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, পূর্বের ঘূর্ণিঝড়ের তুলনায় এবারের সিত্রাং অনেক ভয়ঙ্কর রূপ নিয়েছে। এবারের মতো বাতাসের গতি ও পানির উচ্চতা কখনো দেখিনি। লোকজনকে স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।
ইউএনও আল নোমান জানান, মানুষকে নিরাপদে রাখার জন্য ১৫৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।