চরফ্যাশনের মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত আটক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার ।।
ভোলার চরফ্যাশনের মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ চরপিয়ালের কাছ থেকে তাদের আটক করে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে এফবি শিবসা নামে একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। আটককৃতরা হলেন- মো. সিদ্দিকুর রহমান মোড়ল, আবুল হোসেন, মো. আ. মান্নান, আবুল হোসেন সরদার, গোলাম রাবী গাজী, মো. সবুজ হোসেন, কেরামত করিকর, মো. নুরুল ইসলাম (খোকন), আব্দুল মালেক ও মো. আইয়ুব আলী মোল্লা। তারা খুলনা ও সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গেছে। চরমানিকা কোস্টগার্ড আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার অলিউল্ল্যাহ এসব তথ্য জানান। পরে ডাকাতদের অস্ত্র ও মালামালসহ দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়। দক্ষিণ আইচা ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।