‘ঘূর্ণিঝড় সিত্রাং’ মোকাবিলায় পটুয়াখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের দরবার হলে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয় ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় পটুয়াখালীতে ৭২৯ সাইক্লোন শেল্টার-মুজিব কেল্লা প্রস্তুত রয়েছে।
সভায় জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. এস এম কবির হাসানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার ২৬টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বহুতল ভবনগুলোও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া গৃহপালিত প্রাণীর জন্যও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
দুর্যোগের সময় ২ লাখ ২৭ হাজার ৫শ নগদ টাকা এবং ৩শ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এছাড়া সরকারের কাছ থেকে ২৫ লাখ নগদ অর্থ এবং ২০ হাজার প্যাকেট শুকনা খাবার সরকারের কাছে চাহিদাপত্র দাখিল করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়-পরবর্তী জরুরি সেবা দেওয়ার জন্য ৭২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।