গ্রিড লাইন ত্রুটিতে ৩ বিভাগে বিদ্যুৎ বিভ্রাট, তদন্ত কমিটি গঠন
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :
গ্রিড লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন এলাকা প্রায় দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। তবে দুপুরের আগেই তা আবার স্বাভাবিক হয়ে যায়। ঠিক কী কারণে এই গ্রিডে সমস্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনা তদন্তে পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) প্রধান প্রকৌশলী (সিস্টেম অপারেশন) বি এম মিজানুল হাসানকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
আগামী দুইদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পিজিসিবির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা সুমন বলেন, মঙ্গলবার সকাল ৯টা ৪ মিনিটে সঞ্চালন লাইন ‘ট্রিপ করলে’ জটিলতা তৈরি হয়। এতে বরিশাল, খুলনা ও রাজশাহী জোন এবং বৃহত্তর ফরিদপুর জেলা বিদ্যুৎহীন হয়ে যায়। আমরা ধাপে ধাপে বিদ্যুৎ ফিরিয়ে এনেছি। ’
তিনি বলেন, ‘মেরামত শুরু হওয়ার পর ৯টা ৪০ মিনিটে রাজশাহীতে, ১০টা ১০মিনিটে খুলনায় এবং ১০টা ৩০ মিনিটে বরিশালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ’
খুলনা ও বরিশাল বিভাগ এবং বৃহত্তর ফরিদপুরে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার কম্পানির (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম বলেন, ‘গ্রিড লাইন থেকে ট্রিপ করার পর আমার পুরো এলাকাই বেশ কিছুক্ষণ বিদ্যুৎহীন ছিল। ’