গৌরনদীতে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: ৩০ জুলাই, ২০২২, ২:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
বিএম বেলাল, গৌরনদী:
বরিশালের গৌরনদীতে “জনস্বার্থ ও উন্নয়ন সাংবাদিকতা” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার সম্পন্ন হয়েছে। উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে ও গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালাটি। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। জনস্বার্থ ও উন্নয়ন সাংবাদিকতা’র নানা কৌশলের ওপর হাতে কলমে ধারনা ও প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আলমগীর স্বপন ও মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি নুর সিদ্দিকী। গৌরনদী রিপোর্টার্স ইউনিটি, গৌরনদী প্রেসক্লাব, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও গৌরনদী উপজেলা প্রেসক্লাব’র কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মোট ৪৬ জন সাংবাদিক কর্মশালটিতে অংশগ্রহন করেন। শেষে কর্মশালায় অংশগ্রহনকারীদের সনদপত্র প্রদান করা হয়।