গলাচিপা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালন
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০১৯, ৫:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ
গলাচিপা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে গলাচিপা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহম্মেদ আসিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, পৌর ছাত্রলীগের সভাপতি মেহরান হাসান, সম্পাদক বাপ্পি হাওলাদার, কলেজ শাখার সভাপতি রনি খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসাইন।