সঞ্জীব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (১৬) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। জহিরুল উপজেলার পানখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও কলাগাছিয়া কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে কুমারখালি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার সকালে জহিরুল ইঞ্জিনচালিত টমটম গাড়িযোগে বাড়ি থেকে কলাগাছিয়া কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমারখালি ব্রীজের গোড়ায় টমটম গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই জহিরুলের মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।