সোমবার ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ



গলাচিপায় শান্তিপূর্ণ ভাবে জেলের মধ্যে চাল বিতরণ
প্রকাশ: ২৫ জুন, ২০২১, ৭:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় শান্তিপূর্ণ ভাবে জেলের মধ্যে চাল বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নে শান্তিপূর্ণভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলেদের মধ্যে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সময়ে সাগরে ৬৫ দিন মৎস্য আহরণ বা সংরক্ষন বন্ধ থাকায় চিকনিকান্দী ইউনিয়নে বৃহস্পতিবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়। চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, ২০২০-২০২১ অর্থ বছরে চিকনিকান্দী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নিবন্ধিত ও তালিকাভুক্ত মোট ২৫০ জেলেদের মাঝে ৫৬ কেজি করে চাল দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জেলে বান্ধব সরকার। জেলেদের মাঝে এ চাল দেওয়ায় ইউনিয়ন পর্যায়ে জেলেরা তাকে ধন্যবাদ জানান। ইউনিয়নের কয়েকজন জেলে বলেন, ৬৫ দিনের মৎস্য অবরোধ থাকায় আমরা সমুদ্রে মাছ ধরতে পারি নাই। এ সময়ে অনেকেই বেকার হয়ে পরেছেন। এই মুহুর্তে আমাদেরকে প্রধানমন্ত্রী চালের ব্যবস্থা করায় আমরা খুবই খুশি। এ সময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মো. মজিবুর রহমান, মৎস্য অফিস প্রতিনিধি মো. কাওসার আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিবেকানন্দ দেবনাথ, ইউনিয়ন তথ্য সেবা প্রতিনিধি মো. হায়দার মিয়া সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।




প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত