পটুয়াখালীর গলাচিপায় আবু সাইদ রিপন (৩৮) কে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামে। আবু সাইদ রিপন হচ্ছেন উত্তর পানপট্টি গ্রামের হাওলাদার গ্রামের মৃত. শাহজাহান হাওলাদারের ছেলে। আবু সাইদ রিপন জানান, গত বুধবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় রেইন্ট্রি তলা নিমাই মাস্টার বাড়ির সামনে কাচা রাস্তার উপরে আমাকে জমা-জমির জেরে পূর্ব শত্রুতার কারণে আমাদের একই গ্রামের নাসির উদ্দিন হাওলাদার, দুলাল হাওলাদার, মো. রাকিব, সিপন, মো. হাসান, মো. আশরাফ একত্রিত হয়ে হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আবু সাইদ রিপনের স্ত্রী নাসরিন আক্তার স্বর্ণা বলেন, আমার স্বামীকে প্রতিপক্ষরা মেরে ফেলার জন্য পরিকল্পনা নিয়েছিল। এলাকার লোকজন না থাকলে আমার স্বামীকে ওরা মেরেই ফেলত। এ ব্যাপারে দুলাল হাওলাদার ও মো. রাকিবের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দৃষ্টি নন্দিতা বলেন, আবু সাইদ রিপন আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১৩ নম্বর বেডে ভর্তি আছে। তার শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম আছে। তার শরীরের অবস্থা বেশি ভাল না। ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিল সিকদার ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, দু’পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করছি। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।