সঞ্জিব দাস, গলাচিপা ( পটুয়াখালী )
পটুয়াখালীর গলাচিপায় মানব বন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সোমবার সকাল ১০ টায় উপজেলা চত্তরে জাসদের সভাপতি নিজাম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এ মানব বন্ধন করা হয়। নিজাম উদ্দিন তালুকদার বলেন, সুশাসন ও আইনের শাসন রাজনৈতিক চুক্তির দাবিতে জাসদের মানব বন্ধন। ঘুষ, দুর্নিতী বন্ধের দাবিতে এ মানব বন্ধন করা হয়েছে। পরে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। এ সময়ে জাসদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন