শনিবার ২৮শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ২৮শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ



গলাচিপায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জিপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৬:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জিপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)থেকেঃ

গলাচিপায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জিপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহম্মদ শাহিন শাহ্, গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান,আ’লীগ নেতা মাইনুল ইসলাম রনো, গলাচিপা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় আ’লীগ নেতা মোফাজ্জেল হোসেন মাসুদ, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমীত কুমার দত্ত মলয় প্রমুখ।
উদ্বোধনী খেলায় গফুর প্যাদা স্মৃতি সংসদ ও পল্লী সঞ্চয় ব্যাংক অংশ গ্রহণ করেছে। এ টুর্নামেন্টে মোট ১৪ টি দল খেলবে।




প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত