শুক্রবার ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ



গলাচিপায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত জেলে ও দরিদ্রদের মাঝে ত্রান বিতরণ
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০১৯, ১:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত জেলে  ও দরিদ্রদের মাঝে ত্রান বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ-
প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে গলাচিপা উপজেলা প্রশাসন সামুদ্রিক ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগস্ত নিখোঁজ হওয়া ১২ জন জেলে ও হতদরিদ্রদের মাঝে ত্রান সামগ্রি বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় ইউএনও অফিস চত্বরে গলাচিপা ইউনিয়নের ৪০ জন হতদরিদ্র মানুষের মাঝে প্রধাণ অতিথি হিসেবে ত্রান বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ ও গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদি। একটি পরিবারকে চাল, ডাল, তেল, লবন, চিড়াসহ মোট ১৫ কেজি খাদ্য পণ্য বিতরণ করা হয়েছে। ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার প্রায় ৪ শতাধিক অসহায় পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করা হবে।




প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত