খুলনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিটি মেয়রের অনুদান প্রদান
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
ফকির শহিদুল ইসলাম,খুলনা থেকেঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা মন্ডপসমূহে অনুদান প্রদান করেছেন। গতকাল বুধবার নগরীর খানজাহান আলী, দৌলতপুর, খালিশপুর ও সোনাডাঙ্গা থানা এলাকার পূজা মন্ডপসমূহে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।
সিটি মেয়র বেলা ১১টায় পাবলা মধ্যপাড়া মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খান জাহান আলী ও দৌলতপুর থানার এবং দুপুর ১২টায় ছোট বয়রা পূজা মন্দিরে খালিশপুর ও সোনাডাঙ্গা থানার পূজা মন্ডপসমূহে অনুদানের নগদ অর্থ বিতরণ করেন।
অনুদান বিতরণকালে সিটি মেয়র বলেন, এদেশে হাজার বছরের গড়ে ওঠা সা¤প্রদায়িক স¤প্রীতি কোন অপশক্তি যাতে নস্যাৎ করতে না পারে সেজন্য সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমান সরকার সকল স¤প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও মানুষে মানুষে সৌহার্দে বিশ্বাসী। এ বিশ্বাসকে উপজীব্য করেই প্রতি বছর আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হচ্ছে বলে তিনি উলেখ করেন এবং এর কোনরূপ ব্যত্যয় যেন না ঘটে সে জন্য প্রশাসনের পাশাপাশি দায়িত্বশীল নাগরিকদেরও সজাগ দৃষ্টি রাখার আহŸান জানান।
কেসিসির মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, মোঃ ডালিম হাওলাদার, মোঃ মনিরুজ্জামান, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, মোঃ আনিসুর রহমান বিশ্বাস, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, শেখ আমেনা হালিম বেবী, খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তাযোদ্ধা নূর ইসলাম বন্দ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, দৌলতপুর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রজত কান্তি দাসসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পৃথক দু’টি অনুষ্ঠানে সিটি মেয়র ৪টি থানার ৫০টি পূজা মন্ডপে অনুদানের নগদ অর্থ বিতরণ করেন। উলেখ্য, কেসিসি’র পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বিকেলে শীতলা বাড়ি মন্দির প্রাঙ্গণে সদর থানা এলাকার ২৫টি পূজা মন্ডপে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।