রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ



খুলনায় এক বেড়ী বাঁধের জিও ব্যাগ দিয়ে আরেক বাঁধ মেরামত
প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

খুলনায় এক বেড়ী বাঁধের জিও ব্যাগ দিয়ে আরেক বাঁধ মেরামত

ফকির শহিদুল ইসলাম,খুলনা থেকেঃ
খুলনা জেলার কয়রা উপজেলার হরিণখোলা এলাকায় খরচ বাঁচাতে এক বছর আগে মেরামত করা পুরান বেড়ী বাঁধের ঢালে বসানো জিও ব্যাগ তুলে এনে নতুন বেড়ীবাঁধ মেরামত কাজে লাগিয়েছেন এক ঠিকাদার। স্থানীয়রা প্রতিবাদ করেও ঠেকাতে পারেননি তাকে। এতে ঝুঁকির মুখে পড়েছে ওই বাঁধটি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দায়িত্বশীল কর্মকর্তাকে অবহিত করেছেন।

পাউবো সূত্র জানায়, জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতে কয়রা উপজেলার ১৮টি স্থানে চলমান কাজের মধ্যে হরিণখোলার ১৩০ মিটার রিং ডাইক নির্মাণ ও জিও ব্যাগ স্থাপন কাজ শেষ হয়েছে। কাজটির দায়িত্বে ছিলেন ঠিকাদার শেখ সিরাজুদ্দৌলা লিংকন। ওই কাজের জন্য ২৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ঠিকাদার ওই কাজের মাটি ভরাট অংশ স্থানীয় শ্রমিকদের কাছে ৫ লাখ টাকা চুক্তিতে বেঁচে দেন। শ্রমিকরা দুটি খননযন্ত্র ভাড়া করে মাত্র এক সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন করেন। মাটির কাজ শেষ হলে পাশের একটি পুরান বাঁধের ঢালে বসানো জিও ব্যাগ তুলে এনে নতুন বাঁধের ঢালে বসানো হয়েছে। পুরান এসব জিও ব্যাগের বেশিরভাগই ফেটে গিয়ে ভেতরের মাটি বেরিয়ে গেছে।

গত বছরের ২৪ অক্টোবর বাঁধের ওই অংশ ভেঙে লোকালয়ে নদীর পানি প্রবেশ করে। তাৎক্ষণিক সেখানে রিং বাঁধ দিয়ে আটকানো হয়। পরে জরুরি বাঁধ মেরামত কাজের আওতায় নতুন রিং ডাইক নির্মাণ করতে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে পাউবো। বাঁধের পাশর্বর্তী ঘাটাখালি গ্রামের এনামুল হক বলেন, লিংকন কন্ট্রাক্টর নিজে দাঁড়িয়ে থেকে লোকজন দিয়ে পুরোনো বাঁধের ঢাল থেকে জিও ব্যাগ তুলে এনেছেন। পরে ওই সব ব্যাগ তার কাজে ব্যবহার করেছেন।

হরিণখোলা গ্রামের বাসিন্দা ওয়াজেদ শেখ বলেন, একটি জিও ব্যাগ কিনে সেটিতে বালু ভরে বাঁধের ঢালে বসাতে অনেক টাকা খরচ হয়। ওই খরচ বাঁচাতে ঠিকাদার পুরোনো বাঁধের জিও ব্যাগ তুলে এনে কাজে লাগিয়েছেন। তবে যে ব্যাগ ব্যবহার করা হয়েছে তা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

এ বিষয় জানতে চাইলে ঠিকাদার শেখ সিরাজুদ্দৌলা লিংকন বলেন, লেবাররা এমন অকাজ করেছেন। জানতে পেরে সব পুরোনো বস্তা সরিয়ে নতুন বস্তা দেওয়া হয়েছে। এখন আর সমস্যা নেই।

পাউবোর উপ-সহকারী প্রকৌশলী সোলাইমান আলী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঠিকাদারকে জিও ব্যাগ অপসারণ করে আগের বাঁধের ঢালে স্থাপন করতে বলা হয়েছে। একই সঙ্গে নতুন বাঁধের কাজে নিয়ম অনুযায়ী জিও ব্যাগ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
সাতক্ষীরা পাউবোর-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ তালুকদার বলেন, কাজে অনিয়ম করায় ওই ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: [email protected]

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া