ফকির শহিদুল ইসলাম,খুলনা থেকেঃ
তিনশত পয়ত্রিশ কোটি টাকারও বেশি ব্যয় সাপেক্ষ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) এক সভা শুক্রবার (১৩ জানুয়ারি ) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দিন আহমদ ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পিআইসি কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রকল্পের অধীন সমাপ্ত, নির্মাণাধীন অবকাঠামোসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের অগ্রগতি, উদ্ভুত সমস্যা ও সমাধানে প্রয়োজনীয় সুপারিশ নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে প্রকল্পের পরিচিতি, প্রকল্পের উদ্দেশ্য, আর্থিক অগ্রগতি, প্রকল্পের অঙ্গভিত্তিক বাস্তবায়ন অগ্রগতি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান।
সভায় অগ্রগতি পর্যালোচলনায় দেখা যায় বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে সকল ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়ায় ৩৩টির মধ্যে দু-তিনটি স্থাপনা ব্যতীত অপর সকল কাজের অগ্রগতি সন্তোষজনক। এ ক্ষেত্রে উপাচার্যের মনিটরিং এবং যথাযথ পদক্ষেপের জন্য ধন্যবাদ জানানো হয়। তবে ১১ তলা আবাসিক ভবন, আইইআর ভবনের নির্মাণ কাজের ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ করতে অনাগ্রহের ফলে এক্ষেত্রে অগ্রগতি আশাব্যঞ্জক নয়। বাজারে নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়টিও আলোচনায় স্থান পায়। তা ছাড়া উদ্ভুত পরিস্থিতিতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। উপাচার্য প্রকল্পের কাজ ত্বরান্বিত করে ২০২৪ সালের জুন মাসের মধ্যে প্রকল্প মেয়াদে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অপরদিকে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান (শিক্ষা উইং) নাজিয়া ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক (পঃ ও উঃ) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৬) ড. মোঃ মাহমুদুল হাসান, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান (শিক্ষা উইং) নাহিদ উল মোস্তাক, শিক্ষা মন্ত্রণালয়ের মাউশি’র পরিকল্পনা শাখার উপসচিব বেগম আসমা নাসরীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-পরিচালক (পঃ ও উঃ) শিবানন্দ শীল, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী পরিচালক (পঃ ও উঃ) আকরাম আলী খান প্রমুখ। পরিকল্পনা কমিশনের (একনেক অধিশাখা) উপ-প্রধান নিশাত জাহান অনলাইনে যুক্ত হন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রকল্প তদারকি কমিটির সভাপতি প্রফেসর ড. খো. মাহফুজ-উদ-দারাইন, প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, সহযোগী অধ্যাপক মোঃ শেখ মারুফ হোসেন, সহকারী অধ্যাপক মাহমুদ-উজ-জামান, প্রধান প্রকৌশলী মোঃ আবদুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) খায়রুল বাশার এবং উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধিদলের সদস্যবৃন্দ চলমান বিভিন্ন ভৌত-অবকাঠামোর কাজ সরেজমিনে পরিদর্শন করেন।